মুকুল কুমার জানার নতুন মিউসিক ভিডিও “তুমি না এলে”প্রকাশ পেল “ড্রিমহুট”ইউটিউব চ্যানেলে। মুকুল কুমার জানা এখন তাঁর বিভিন্ন মিউসিক ভিডিওর জন্য বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। “তুমি না এলে” আবারও একটি প্রেমের গান।
প্রেমের বিভিন্ন পর্যায় থাকে। আর “তুমি না এলে” এর নামেই অন্তর্নিহিত ভাব প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন এটি একটি বিরহ ব্যাথার গান। প্রেমের ঠিক আগের পর্যায়ের অনুভূতি যাঁরা প্রেমে পড়েছেন তাঁরা সবাই অনুভব করছেন। এই গানে এমনই কয়েকটি বিশেষ মুহুর্তকে ফুটিয়ে তোলা হয়েছে।প্রেমের পূর্ব অনুভূতি,তার অভিব্যক্তি এমন কয়েকটি মিষ্টি পর্যায়ের পর হঠাৎই বিচ্ছদের ভয়। এই সমস্ত কিছু নিয়ে একটা ছোট্ট মিষ্টি মিউসিক ভিডিও “তুমি না এলে”। আচ্ছা, প্রেমের অভিব্যক্তির পর তো প্রেম পর্ব শুরু হওয়ার পালা???? কিন্তু হঠাৎ কোনো বিচ্ছেদের সুর বাজলো?????সেই কৌতূহল মেটাতে হলে অবশ্যই “ড্রিমহুট” ইউটিউব চ্যানেলে গিয়ে চট করে দেখে ফেলতে হবে “তুমি না এলে”।
গানটি গেয়েছেন রুদ্র মজুমদার এবং সকলের বেশ পরিচিত মিষ্টি কন্ঠ বিয়াস সরকার।আদিত্য পালের পরিচালনায় মিউসিক ভিডিওতে অভিনয়ে জনপ্রিয় মুকুল কুমার জানার বিপরীতে দেখা গেছে সুদীপা দাসকে।
আশা করা যাচ্ছে মুকুল কুমার জানার অন্যান্য মিউসিক ভিডিও গুলোর মত এই মিউসিক ভিডিওটিও বেশ জনপ্রিয়তা লাভ করবে।”তুমি না এলে” এর জন্য রইল অনেক শুভেচ্ছা।