বহুমুখী প্রতিভাবান অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পুজোতে ব্যোমকেশ হিসেবে রুপোলি পর্দায় আসছেন। ফেলুদা হিসেবে তিনি একটি ওয়েবসিরিসে কাজ করেছিলেন যার প্রশংসা সকলেই করেছিল। ব্যোমকেশ হিসেবে এটিই তার প্রথম কাজ। তার আগে যীশু সেনগুপ্ত ,আবির চ্যাটার্জি ,অনির্বাণ ভট্টাচার্য, এবং গৌরব চক্রবর্তী ব্যোমকেশ হিসেবে অভিনয় করেছেন বড় পর্দায় ছোটপর্দায় এবং ওয়েব সিরিজ মিলিয়ে। আজ পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ব্যোমকেশের প্রথম লুক পোস্টার মুক্তি পেয়েছে। এই ছবিটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘মগ্নমৈনাক’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। পরমব্রত চট্টোপাধ্যায় ব্যোমকেশ বক্সীর চরিত্র এবং রুদ্রনীল ঘোষ অজিতের চরিত্রে এই ছবিতে অভিনয় করবেন। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন এবং বিভিন্ন বিষয়ে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন বর্ষিয়ান পরিচালক অঞ্জন দত্ত। এই ছবিটি পরিচালনা করছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অঞ্জন পুত্র নীল দত্ত। এই ছবিটিতে আয়েশী তালুকদার একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে অভিনয় করছেন। এই ছবিটি এবছর পুজোয় মুক্তি পাবে। এই ছবিটি প্রযোজনা করছেন গ্রীন টাচ এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের কর্ণধার শ্যামসুন্দর দে।
Subscribe
Login
0 Comments