নন্দমুরি বালাকৃষ্ণের পরবর্তী ছবিতে তার লুক মুক্তি পেয়েছে। এই লুকটি দেখে নেটিজেনদের মধ্যে দারুণ উৎসাহ বেড়েছে। এই ছবিটির নাম এখনো ঠিক করা হয়নি। এই ছবিটিতে নন্দমুরি বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান কে। এছাড়াও ভূমিকা চাওলা এবং বেদিকা এই ছবিটিতে অভিনয় করবেন। এই ছবিটি প্রযোজনা করবেন সি কল্যাণ। এই ছবিটি পরিচালনা করবেন কে.এস. রবি কুমার। এই ছবিটির শ্যুটিং বর্তমানে থাইল্যান্ডে হচ্ছে।
Subscribe
Login
0 Comments