নাওমি ওয়ার্ড কে একটি সাইকোলজিকাল থ্রিলার ‘লিউস’ ছবিতে দেখা যাবে। এই ছবিটিতে তার সঙ্গে অভিনয় করছেন টিম্বরক কেলভিন হ্যারিসন জুনিয়ার। এই ছবিটিতে ওয়াট অক্টাভিয়া স্পেন্সারের এর চরিত্রে অভিনয় করবেন। এই ছবিটির গল্প জে.সি.লী র একটি নাটক থেকে নেওয়া হয়েছে। এই ছবিটির গল্প হল একটি মুক্ত মনের স্বামী স্ত্রীর। যারা ১০ বছর আগে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে একটি ছেলেকে দত্তক নেয়। ওই যুদ্ধবিধ্বস্ত দেশে স্পেনসার শিক্ষকতা করতেন এবং সেখানে তিনি ওই ছেলেটির একটি স্কুলের লেখা একটি যুদ্ধ নিয়ে মর্মান্তিক বর্ণনা দেখে তাকে দত্তক নেন।
Subscribe
Login
0 Comments