জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি ‘আগন্তুক’ এর শুটিং আজ থেকে শুরু হলো। এই ছবিটির পূর্বে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ছবি ‘কেদারা’ ৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবির বিশেষ পুরস্কার পায়। ‘আগন্তুক’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সেন এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সুজন মুখোপাধ্যায় ,সিধু ,দেবলিনা কুমার, দাশগুপ্ত এবং দামিনী বসু। এই ছবিটির প্রযোজনা করেছেন সচিন সাইগল। এই ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবিটি ক্যামেরার দায়িত্ব সামলেছেন শীর্ষ রায় এবং সম্পাদনার কাজ করেছেন সুজয় দত্ত রায়। এই ছবিটির পোশাক ডিজাইন করেছেন সাবর্ণী দাস। এই ছবিটির গান রচনা করেছেন শ্রীজাত। ছবিটির শুটিং আজ থেকে শুরু হলো। তিন প্রজন্মের গল্প ছবিটির মধ্যে দিয়ে জানা যাবে। বার্ধক্য অবস্থায় মা-বাবার প্রতি সন্তানদের যে উদাসীনতা তা এই ছবিটির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন এই প্রতিভাবান পরিচালক। এই ছবিটির মধ্যে দিয়ে মা-বাবার প্রতি সন্তানদের অবহেলা ও বার্ধক্য অবস্থায় মা-বাবাকে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাই এই ছবিটির মধ্যে দিয়ে জানা যাবে।
Subscribe
Login
0 Comments