নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘মতিচুর চখনাচুর’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবিটির ট্রেইলার ইতিমধ্যে ৬.৮ মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি আতিথ্য শেট্টি, বিভা চিবার,নভনি পরিহার,বিবেক মিশ্র,করুনা পান্ডে, সঞ্জীব ভাটস্, অভিষেক রাওয়াত প্রমূখ। এই ছবিটি প্রযোজনা করেছেন ভায়াকম এইটিন স্টুডিওস, রাজেশ ভাটিয়া,কিরন ভাটিয়া। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন দেবামিত্র বিসওয়াল। এই ছবিটির পরিচালনা করেছেন ভূপেন্দ্র সিং। এই ছবিটি আগামী ১৫ই নভেম্বর মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments