নওয়াজউদ্দিন সিদ্দিকী তার আগামী ছবি ‘বোলে চুড়িয়া’র শুটিং শুরু করলেন। এই ছবিটিতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে তামান্না ভাটিয়া, রাজপাল যাদব, আদিত্য শ্রীবাস্তব, কবির দুহান সিংহ অভিনয় করবেন। এই ছবিটিতে অনুরাগ কাশ্যপ কে গেস্ট অ্যাপিয়ারেন্স এ দেখা যাবে। এই ছবিটি পরিচালনা করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকীর ভাই শামস নবাব সিদ্দিকী। এই ছবিটির প্রযোজনা করেছেন রাজেশ ভাটিয়া এবং কিরণ জাবেরী ভাটিয়া।
Subscribe
Login
0 Comments