নীল নীতিন মুকেশ অভিনীত বাইপাস রোড ছবিটির ট্রেলার ইউটিউবে ইতিমধ্যে ১২ মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। এই ছবিটিতে অভিনয় করেছেন নীল নীতিন মুকেশ, অদা শর্মা, শামা সিকান্দার, গুল পানাগ, রজিত কাপুর, সুধাংশু পান্ডে। এই ছবিটি পরিচালনা করেছেন নমন নীতিন মুকেশ। এই ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নীল নীতিন মুকেশ। এই ছবিটি আগামী ১লা নভেম্বর মুক্তি পাবে। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন শারিব-তোশি এবং রোহান।
Subscribe
Login
0 Comments