নীল নীতিন মুকেশ ‘বাইপাস রোড’ ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন। এই ছবিটি মূলত একটি থ্রিলার ড্রামা। এই ছবিতে নীল নিতীন মুকেশের সঙ্গে আদা শর্মা, শামা সিকান্দার, গুল পানাগ, রজিত কাপুর, সুধাংশ পান্ডে এবং মনিশ চৌধুরী অভিনয় করবেন। এই ছবিটির গল্প লিখেছেন নীল নীতিন মুকেশ। এই ছবিটি পরিচালনা করেছেন নমন নীতিন মুকেশ। এই ছবিটির প্রযোজনা করেছেন মদন পালিয়াল। এই ছবিটি ১লা নভেম্বর মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments