বর্তমানে আতঙ্কের একটাই নাম, “করোনা”। বিগত দেড় বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছে এই করোনা ভাইরাস। প্রথম ও দ্বিতীয় ঢেউ কেড়ে নিয়েছে অনেক কাছের মানুষদের। তাই করোনার এই তৃতীয় ঢেউ যা বিশেষত ছোটোদের উপর প্রভাব ফেলতে পারে বলেই অনুমান করছে বিশেষঞ্জরা। তাই এই খুদে প্রাণ বাঁচানোর উদ্দেশ্যেই রাজ্য সরকারের তরফ থেকে আংশিক লকডাউন ঘোষনা করা হয় , যার মেয়াদ ছিল 31 শে জুলাই , 2021 অবধি। গত 29 শে জুলাই সেই মেয়াদকেই বাড়িয়ে 15ই আগস্ট অবধি করা হয়েছে, যা কার্যকরী হতে চলেছে 31 শে জুলাই থেকে। গতবার যা যা বিধি নিষেধ ছিল সেগুলোই জারি থাকবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। Disaster management Act-2005 ও covid-19 নিয়মাবলী 2020 মাথায় রেখেই সিনেমা হল গুলি 50 শতাংশ লোক নিয়ে , কোভিডবিধি মেনে খোলার অনুমতি দেওয়া হয়েছে। এই করোনাকে হারিয়ে আগের জীবন আবার ফিরে পাবই । তাই নতুন আপডেট পেতে চোখ রাখুন TBH বাংলার পর্দায়।
দীর্ঘ প্রতীক্ষার অবসান…. খুলতে চলেছে সিনেমা হলগুলি
