মিতা ভট্টাচার্য্য ( রায় ), বাংলা আবৃত্তি এর এক নতুন প্রতিভা । ব্রততী বন্দোপাধ্যায় এর মতো শিল্পী দেড় হাত ধরে এক নতুন অধ্যায় এর সূচনা এর আগেই হয়েছে আমাদের বাংলা সাহিত্য চর্চায় । আবৃত্তি এর ব্যাকগ্রাউন্ড মিউজিক ও অন্যান্ন উপকরণে যখন আমাদের কাছে পরিবেশন করা হয় তা আমাদের বেশ শ্রুতি মধুর লাগে । আর এরকম ই ঘরানার এক অন্যন্য নজির মিতা ভট্টাচার্য্য ( রায় ) এর কবিতা । আমাদের বহু দর্শক এর অনুরোধে ওনার কিছু আবৃত্তি পাঠ এর ভিডিও শেয়ার করলাম আমাদের পোর্টাল এ –
Subscribe
Login
0 Comments