কামাল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’ ছবিটির নতুন পোস্টার স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পায়। এই ছবিটিতে কামাল হোসেন যেভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং যে পোশাক পড়ে রয়েছেন তাদেরকে নেতাজির সঙ্গে বেশ সাদৃশ্য পাওয়া যাচ্ছে এ ধরনের পোশাক করছেন এবং যেভাবে তিনি অঙ্গুলি নির্দেশ করে তার সৈন্যবাহিনী ও দেশের মানুষকে উদ্বুদ্ধ করতেন ঠিক সেই রকম ভাবেই এই পোস্টটিতে কমল হাসানকে দেখা যায়। ‘ইন্ডিয়ান টু’ ছবিটি ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডিয়ান ছবিটির সিক্যুয়েল। এই ছবিতে কমল হাসানের বিপরীতে কাজল আগারওয়াল কে দেখা যাবে। কাজল এই ছবিটির জন্য কালারিপায়াট্টু নামক দক্ষিণ ভারতের জনপ্রিয় এক ধরনের মার্শাল আর্ট এর প্রশিক্ষণ নিচ্ছেন। এই ছবিতে সিদ্ধার্থ, রাকুল প্রীত সিং, প্রিয়া ভবনী শংকর, ঐশ্বর্যা রাজেশ, দিল্লি গণেশ, বিদ্যুৎ জামওয়াল কে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিটি পরিচালনা করেছেন শংকর। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। এই ছবিটির চিত্রগ্রহণ করেছেন এ শ্রীকর প্রসাদ। এই ছবিটির এডিটিং করেছেন আর রত্নাভেলু। এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে।
Subscribe
Login
0 Comments