তাসান খানের গাওয়া নতুন গান “বিয়োগান্তক” সম্প্রতি রিলিজ করেছে। তিন দিন আগে রিলিজ হওয়া এই গান এর মধ্যেই সুপারহিট। প্রায় এক বছর পর তাসাং খান তার নতুন গানের মধ্যে দিয়ে মন মাতিয়ে তুললেন তার ফ্যানেদের।
Yamaha Studio -এর পরিবেশন করছে এই গানটি। সাদা -কালো ব্যাকগ্রাউন্ডে তৈরী এই গান যেন বলছে মানুষের ,বিশেষ করে যুবসমাজের ব্যর্থতা , মন ভাঙার গল্প। জীবন সংগ্রাম ,বিশ্বাসঘাতকতা , প্রেম সব কিছুর গল্পই প্রকাশ পাচ্ছে তাসান এর এই গানে। হেরে যাওয়া মানুষের ব্যক্ত ব্যথা বেশ মন ছুঁয়েছে শ্রোতাদের এই গানের মাধ্যমে।
আমাদের সকলের প্রিয় তাসান এর কামব্যাকে বেশ খুশি শ্রোতারা তা গানের ভিউস এর সংখ্যা দেখে বেশ ভালোই আন্দাজ করা যাচ্ছে। আগামীদিনে তাসানের গান আরো সফলতা অর্জন করুক ই শুভকামনা রইলো TBH Bangla -এর পক্ষ থেকে।