সেক্স কমেডি নাম শুনলেই একটা অন্য মাত্রার কমেডি এর কথা মাথায় আসে, বহু সেক্স কমেডি ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে কিন্তু ইউটুবে এ ধরণের হাসির-মজাদার দুষ্টুমি নিয়ে এক্সপেরিমেন্ট খুব কম দেখা গেছে। ডিরেক্টর উত্তম সরকার এর সেক্স কমেডি ওয়েব সিরিজ “চম্পা রানি “। এই সিরিজ এর দুটি এপিসোড রিলিজ হয়ে গেছে ইউটুব এ আর তৃতীয় এপিসোড টি শুটিং চলছে বেথুয়াডহরিতে । সেক্স কমেডি হলেও এই ওয়েব সিরিজ এ কোনো vulgarity খুঁজে পাবেন না।


এই ওয়েব সিরিজ এর চম্পা ক্যারেক্টরটি সকলেরই খুব এ চেনা। এমন একজন সুন্দরী-সেক্সি অবিবাহিত মহিলা কে সবাই পেতে চায় কিন্তু পায় না, আর না পেয়েই শুরু হয়ে ইমাজিনেশন-র এক দারুন উষ্ণ জগৎ ।
দম ফাটা হাসির সঙ্গে বেশ খানিকটা উষ্ণতা সৃষ্টি হয়েছে যার জন্য তার কথা না বললে তো এই গল্প অসম্পূর্ণ । “চম্পা রানী ” এর ভূমিকায় দেখা যাবে actor /anchor স্নেহা মুখার্জী কে। প্রাণবন্ত মিষ্টি মেয়ে এবং যে কোনো হট সাহসী চরিত্রে ভীষণ সাবলীল।

স্নেহার সঙ্গে অভিনয়ে করেছেন রাজেশ, রতন , কৈলাশ , সুদীপ , পাপিয়া । নিচে রইলো শুটিং এর কিছু দৃশ্য –


এই সিরিজ দেখা যাবে স্মাইল বাংলা ইউটুবে চ্যানেল এ । নিচে রইলো দুটি এপিসোড এর লিংক –
এই ওয়েব সিরিজ এর প্রথম এবং দ্বিতীয় এপিসোড-এ RAP গান আছে। আর এই RAP গান টি করেছেন মিরাক্কেল খ্যাত রাজেশ মন্ডল ।
এই ওয়েব সিরিজ এর আরো খুঁটিনাটি জানতে চোখ রাখুন আমাদের পোর্টাল এ –