ষ্টারজলসায় আস্তে চলছে নতুন সিরিয়াল “কুঞ্জচ্ছায়া”

ষ্টারজলসায় আস্তে চলছে নতুন সিরিয়াল “কুঞ্জচ্ছায়া”। এই সিরিয়েল একটি মিষ্টি গ্রাম এর গল্প নিয়ে ।গ্রাম এর মাস্টার – সবাই তাকে মাস্টার দাদু হিসেবেই জানেন। তিনি কোনো অন্যায় সহ্য করতে পারেন না । মাস্টার দাদুর ভূমিকা অভিনয়ে করছে শঙ্কর চক্রবর্তী । আর দাদুর সেনাপতি তার ছাত্রী । সে পড়াশুনো তে মেধাবী । আর সেই দাদুর সেনাপতি ভূমিকা অভিনয়ে করছে সম্প্রতি শেষ হইয়া “আমি সিরাজ এর বেগম” সিরিয়েল এ সিরাজ এর স্ত্রী । কিন্তু প্রশ্ন , বাইরে তারা প্রতিবাদী হলেও বাড়িতে তারা কেমন? । আরো জানতে দেখুন কুঞ্জছায়া এবং চোখ রাখুন ষ্টার জলসায় ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x