অভিনেতা নিখিল সিদ্ধার্থের জন্মদিন উপলক্ষে পহেলা জুন তার আগামী ছবি ’18 পেজেস্’ছবির ফার্স্ট লুক রিলিজ করা হয়। এই ছবিতে নিখিলের বিপরীতে অনুপমা পরমেশ্বরম কে দেখা যাবে। এই ছবির চিত্রনাট্য লিখেছেন বিখ্যাত পরিচালক সুকুমার যার গত পরিচালিত ছবি ‘উপেন্না’ 100 কোটি টাকার ব্যবসা করে। এই ছবিটি পরিচালনা করেছেন নলপতি সূর্য প্রতাপ। ছবিটি পরিচালনা করেছেন গীতা আর্টস এর কর্ণধার আল্লু অরবিন্দ এবং বানি ভ্যাস। এটি মূলত একটি লাভ স্টোরি হতে চলেছে।
‘এইটিন পেজেস্’ ছবিটি প্রথম লুক মুক্তি পেয়েছে
