আপনাকে রহস্য-থ্রিলারের জগতে নিয়ে যেতে আসছে ‘নিশাচর’ শুধুমাত্র ডিজিপ্লেক্স ওয়েব ওটিটি প্লাটফর্মে।

অভিনেতা সুব্রত গুহ রায় এবার পরিচালকের ভূমিকায়। তার পরিচালিত ওয়েব সিরিজটির নাম ‘নিশাচর’।
নিশাচর নামটা শুনলেই আমরা বুঝতে পারি নিশাচর বলতে সাধারণত অন্ধকারে বা রাতে যারা জেগে থাকে তাদের কথা বলা হয়। এই ওয়েব সিরিজটির ক্ষেত্রে ‘নিশাচর’ নামটির একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে।প্রত্যেকটি মানুষেরই মধ্যে দুটো দিক থাকে বা দুটো সত্বা থাকে যার একটা আলোয় ভরা এবং অপরটি আঁধারে ভরা। আমরা মনের মধ্যে সেই অন্ধকার মানুষটিকে, অন্ধকার সত্বাটিকে সব সময় লুকিয়ে রাখি। কিন্তু অনেক সময় আমাদের হাজারো চেষ্টা সত্ত্বেও বা কখনো কখনো নিজেরই অজান্তে আমাদের অন্ধকার সত্বাটি সমাজের সামনে উপস্থাপিত হয়। এর ফলে কি ঘটে তার সঙ্গে এই ওয়েব সিরিজ টির গল্পের মিল রয়েছে।
‘নিশাচর’ ওয়েব সিরিজটি মূলত রহস্য-রোমাঞ্চ এবং থ্রিলারে ভরা। এই ওয়েব সিরিজটিতে ছয়টি এপিসোড রয়েছে।
ওম সাহানি ‘নিশাচর’এর মধ্যে দিয়ে প্রথম ওয়েব সিরিজে ডেবিউ করবেন। এই ওয়েব সিরিজটিতে তার বিপরীতে অভিনয় করবেন টেলি অভিনেত্রী উষসী রায়। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তরঙ্গ সরকার, সন্দীপ রায়, সুব্রত গুহ রায়, ভাস্কর, পায়েল চ্যাটার্জী, অর্পিতা দাস প্রমূখ।
এই ওয়েব সিরিজটিতে ওম সাহানি পুলিশ আধিকারিক অংশুমানের চরিত্রে এবং উষসী রায় রায়ার চরিত্রে অভিনয় করবেন।
আগামী মাসের শুরুতেই এই ওয়েব সিরিজটি শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এই ওয়েব সিরিজটি লেন্স বন্দী করে আমাদের সামনে উপস্থাপিত করবেন প্রমিত দাস।
এই ওয়েব সিরিজটির সংগীত পরিচালনা করেছেন অরিন। এই ওয়েব সিরিজটির কথা ও সুর রচনা করেছেন দেবোপম ভট্টাচার্য‌্য।
এই ওয়েব সিরিজটির শুটিং উত্তরবঙ্গের বিভিন্ন অংশে হবে বলে জানা গেছে।
এই ওয়েব সিরিজটি ‘ডিজিপ্লেক্স’ ওয়েব ওটিটি প্লাটফর্মে দেখা যাবে। ‘ডিজিপ্লেক্স’ ভবিষ্যতে এই ধরনের মৌলিক এবং অভিনব কনটেন্ট এর সম্ভার নিয়ে আমাদের সামনে আসতে চলেছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x