নিথিয়া মেনন অভিনীত ‘আরাম থিরুকল্পনা’ ছবিটি একটি ক্রাইম থ্রিলার হবে। এই ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। এই ছবিটিতে চিত্রনাট্য যেভাবে লেখা হয়েছে তা দেখে দর্শকদের আতঙ্কে চোখে জল আসবে বলেই জানানো হয়েছে ছবি নির্মাতাদের তরফ থেকে। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন মহম্মদ জিসাদ এবং সাভা মোহাম। এই ছবিটির শুটিং ২০ই সেপ্টেম্বর থেকে কাঝিকোড়ে হবে।
Subscribe
Login
0 Comments