এবার পুলিশ নিজেই টার্গেট !!

হ্যাঁ ঠিক বলছি। এবার পুলিশ নিজেই টার্গেট। সাইকো সিরিয়াল কিলার এবার একের পর এক পুলিশ মারতে শুরু করেছে।

মুক্তি পেয়েছে বিরস দাসগুপ্তের ছবি ‘মুখোশ’ এর ট্রেলার। প্রায় ২ মিনিটের ট্রেলার দেখে সাসপেন্স প্রেমীরা মুগ্ধ আর সেই সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য্যের গলা।

ট্রেইলার দেখলেই বুঝে যাবেন এখানে আসামি একজন মুখোশধারী সিরিয়াল কিলার এবং তাকে ধরতে ব্যর্থ পুলিশ আর সেই আসামির সন্ধ্যান দিতে সাহায্য করতে এসে অনির্বান সলভ করে ফেলছেন একের পর এক কঠিন ধাঁধা।

তার পর ? তার পর আর কি।।।।। বাকিটা সাসপেন্স !

এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন ও অনির্বাণ চক্রবর্তী। ছবির শ্যুটিং শেষ হয়েছিল আগেই। লকডাউনের জন্য আটকে গিয়েছিল ছবির মুক্তি।

প্রথমে ছবি মুক্তির দিন ১৩ তারিখ ঘোষণা করা হলেও আগামী ১৯ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।

“Mukhosh” Bengali Movie releasing on 19th August

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x