এবার পরিনীতি এবং সোনাক্ষি কে.আর.কে. এর ট্রোলিং এর শিকার হলেন। কে আর কে টুইটারে টুইট করে লেখেন তিনি দেখতে চান একটি ছবিতে পরিনীতি এবং সোনাক্ষি যেখানে অভিনয় করবেন এবং এই দুজনের মধ্যে কে কত বাজে অভিনয় করতে পারে তা তিনি দেখতে চান। তিনি জানান পরিনীতি এবং সোনাক্ষি দুজনেই খুব বাজে অভিনয় করেন। তার এই বক্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে বিতর্ক শুরু হয় অনেকে এও বলেন কে আর কে কত ভালো অভিনয়ের করেন বা বোঝেন তা কে আর কে নিজেই জানেন না। অনেকে এটাও বলেন কে আর কে অভিনয় বোঝেন না একথা সত্যি কিন্তু পরিনীতি বা সোনাক্ষির সদ্য মুক্তিপ্রাপ্ত দুটি ছবি বক্স অফিসে ব্যর্থ হয় অংকের হিসাবে। সোনাক্ষী অথবা পরিনিতি তরফ থেকে কে আর কে টুইট এর কোন সদুত্তর এখনো অবধি পাওয়া যায়নি।
Subscribe
Login
0 Comments