অভিনেত্রী নুসরাত ভারুচা কে গুরু রানধাওয়ার আগামী মিউজিক্যাল সিঙ্গেল ‘ইশ্ক তেরা’এর ভিডিওতে দেখা যাবে। গুরুরান্ধাবা এই সময়ে অন্যতম প্রতিভাবান এবং জনপ্রিয় গায়ক। সাহু ছবিতে তার গাওয়া ইন্নি সোনি গানটি খুবই জনপ্রিয় হয়। গুরু রানধাওয়া ভারতের হার্টথ্রুব সিঙ্গার। গুরুর আগামী সিঙ্গেল মিউজিক্যাল ভিডিওটিতে প্রথমবার গুলোর বিপরীতে নুসরাত ভারুচা কে অভিনয় করতে দেখা যাবে। এই মিউজিক্যাল ভিডিওটিতে লিরিকস এবং মিউজিক উভয়ই গুরু রানধাওয়ার। এই গানটি গেয়েছেন গুরু রানধাওয়া নিজে। এই গানটির জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তা বলার অপেক্ষা রাখে না।
Subscribe
Login
0 Comments