মুক্তি পেলো Amara Muzik এর পুজোর অন্যতম পরিবেশনা, ‘ও শিব নাচো রে’ নামক বাংলা ফোক গানটি। গানটি দা ফোক ডায়েরিজ (The Folk Diaryz), তাদের পরিবেশনা ও পাশ্চাত্য বাদ্যযন্ত্রের ব্যবহারে, এই বাংলা লোক গানটির এক অনন্য পরিবেশনা করেছে। পাশ্চাত্য বাদ্যযন্ত্রের ব্যবহার অবশ্য গানটির মূল সুর গুলোতে কোনো হেরফের ঘটায়নি বরং তৈরী হয়েছে এক সুন্দর মেলবন্ধন। এই গানটি দুর্গাপুজোর উচ্ছ্বাসকে সুন্দর ভাবে বাড়িয়ে তুলছে।


গানের ভিডিওটি পুতুল নাচকে কেন্দ্র করে করা, যা কিনা বাংলার লোক গানের সাথে বহুদিন ধরে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। ভিডিওটিতে তুলে ধরা হয়েছে, পুতুল নাচ কিভাবে গ্রাম বাংলার ছোট বড় সবার মধ্যে আনন্দ সঞ্চার করে। ভিডিওটি নদীয়া জেলার বরবেরিয়া গ্রামে শুট করা হয়েছে।

গানটির কথা বলতে গিয়ে আমারা মিউজিক বাংলা (Amara Muzik Bengali)-র অ্যাকুইসিশন হেড, সন্দীপ মল্লিক বলেন, ” আমরা ঠিক করেছিলাম যে আমরা এমন একটা মিউজিক ভিডিও তৈরী করবো যেটা দুটো বিরল জিনিস এর মেলবন্ধন হবে – একটা অনন্য বাংলা লোক গান আরেকটা হারিয়ে যেতে থাকা বাংলার লোক শিল্প। আমরা মনে করি যে গানটার সাউন্ড এবং অনুভূতি, বয়স নির্বিশেষে সব্বার জন্য একদম যথাযত হবে।

অন্যদিকে আর্কদীপ মিশ্র বলেন, “এই গানটা গাজন এর গান। আমারা মিউজিক (Amara Muzik) এর সাথে কথা হওয়ার সময়তেই আমার এই গানটা নিয়ে কাজ করার কথা মনে হয়। কদিন ধরেই আমি এই গানটা গুনগুন করছিলাম।। এই গানটা নিয়ে কাজ করবো যখন ঠিক করে ফেলি, সেদিনই একটা স্ক্র্যাচ ভার্সন তৈরী করেছিলাম। ঐটাই শুনতে এত ভালো লাগছিল! তারপর হঠাৎ মনে হল, যে পুতুল নাচ বাংলার লোক শিল্পের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। যেটা এখন হারিয়ে যাচ্ছে।

আমরা নতুন নতুন সাউন্ডস্কেপে বাংলা লোক গানগুলো তৈরী করি, তাই এমন অনেকে আমাদেরকে ফলো করে যারা আগে লোক গান শুনতো না। তাদের মধ্যে কেও কেও পুতুল নাচ কি জিনিস সেইটাই জানে না। আবার কেও কেও আছে যারা পুতুল নাচ ভালোবাসে কিন্তু আজকাল দেখতে পায় না। তাই, তাদের সবাইকে পুতুল নাচ দেখার একটা সুযোগ করে দেওয়ার জন্য আর পুতুল নাচকে আবার প্রথমের সারিতে নিয়ে আসার জন্য আমরা গানটার ভিডিওতে পুতুল নাচ নিয়ে কাজ করেছি। পুতুল নাচের যে টিম ছিল, তারা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের সাথে কাজ করেছে। আমার মনে হয় যে এই প্রথমবার কোনো মিউজিক ভিডিওতে পুতুল নাচ ব্যবহার করা হয়েছে।”

সায়ন দাস কে যখন তার এই গানে কাজ করার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করা হয়, উনি বলেন, “গানটা নিয়ে কাজ করার কথা আমরা তেমন কিছুই ভাবিনি প্রথমে। আগে থেকে কোনো প্ল্যান তো ছিলই না। একদিন আমি আর অর্কদীপ একটা ফেসবুক লাইভ এ এই গানটা গাই। সন্দীপ দা (সন্দীপ মল্লিক) সেই লাইভ দেখেই আমাদের পুজোতে এই গানটা নিয়ে কাজ করতে বলেন। উনি একটা মিটিং ডেকে বললেন যে উনি দা ফোক ডায়েরিজ (The Folk Diaryz) কে নতুন আঙ্গিকে আবার সবার সামনে তুলে ধরতে চান। উনি আমাদের সুন্দরভাবে সহযোগিতা করে গেছেন। খুব অল্প সময় দিয়েছিলেন আমাদের পুরো কাজটা করার জন্য। আমরা প্রতিদিন প্রচুর খেটেছি – রেকর্ডিং, মিক্স – মাস্টারিং তারপর নদিয়ার বিভিন্ন লোকেশনে ভিডিও শুটিং। আমরা শুধু পুতুল নাচ নয়, বরং তার পেছনে থাকা মানুষগুলোকেও দেখিয়েছি। এই পুরো ব্যাপারটা আমরা ভিডিওটার মাধ্যমে তুলে ধরেছি।”

মিউজিক ভিডিওর সঙ্গে যুক্ত সম্পূর্ণ টিম খুবই আশাবাদী যে এই মিউজিক ভিডিও শ্রোতা দর্শকদের নিশ্চিত ভাবে ভালো লাগবে।।
