ঘুমের দেশে চলে গেলেন বাপি লাহিড়ি ( Bappi Lahiri ) । হাসপাতালের তরফে জানানো হল, তিনি অবস্ট্রাকটিভ স্লিম অ্যাপনিয়ায় ( obstructive sleep apnea ) আক্রান্ত ছিলেন। কী এই অসুখ? নাম Obstructive Sleep Apnea। ঘুমের মধ্যেই মৃত্যু। অনেকেই নাক ডাকার সমস্যায় ভোগেন। যে পেশীগুলির মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের পদ্ধতিটি চলে. তা ঘুমিয়ে পড়া কালীন শ্লথ হয়ে পড়ে। কাজের গতি কমে যায়। এর ফলে শ্বাসনালী সঙ্কুচিত হয়ে যায়। ঘুমের মধ্যে সঠিক ভাবে শ্বাস নেওয়া যায় না। সরু নালী দিয়ে যখন শ্বাসবায়ু যেতে চায়, তখন যে চাপ তৈরি হয়ে শব্দ হয়, তাকেই বলে নাক ডাকা। এই রোগের উপসর্গ – নাক ডাকা, আরও সজোরে নাক ডাকা, তারপর হঠাৎ ঘুম ভেঙে যাওয়া।
এই অসুখে স্থূলতা বাড়ে। ধীরে ধীরে ডায়াবেটিস, হার্টের অসুখ ডেকে আনতে পারে। মস্তিষ্কেরও ক্ষতি করতে পারে। এই রোগ দীর্ঘকাল ধরে চললে বড় রকম ক্ষতি করে। যা ঘটে গেল বাপি লাহিড়ির সঙ্গে।
এই অসুখের নানাভাবে চিকিৎসা হয় ।
Obstructive Sleep Apnea | how bapi lahiri died | বাপি লাহিড়ি | অবস্ট্রাকটিভ স্লিম অ্যাপনিয়ায়
