‘কুলি নাম্বার ওয়ান’ ছবিটির অফিসিয়াল পোস্টার আজ মুক্তি পেল। এই ছবিটি ১৯৯৫ সালে গোবিন্দা ও করিশমা কাপুর অভিনীত কুলি নাম্বার ওয়ান ছবির রিমেক। এই ছবিটিতে অভিনয় করবেন বরুণ ধাওয়ান এবং সারা আলি খান। এই ছবিটিতে রাজপাল যাদব এবং পরেশ রাওয়াল কেও অভিনয় করতে দেখা যাবে। এই ছবিটিতে পরেশ রাওয়াল স্বর্গীয় কিংবদন্তি অভিনেতা কেদার খানের চরিত্রটিতে অভিনয় করবেন। এই ছবিটি পরিচালনা করবেন ডেভিড ধাওয়ান। এই ছবিটির প্রযোজনা করবেন বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখ। এই ছবিটি আগামী বছর শ্রমিক দিবস অর্থাৎ ১লা মে, ২০২০ তে মুক্তি পাবে। ডেভিড ধাওয়ানের পূর্বে তার ই পরিচালিত জুড়ুয়া ছবির রিমেক ‘জুড়ুয়া টু’ করেছিলেন যেখানে তার পুত্র বরুণ ধাওয়ান ই অভিনয় করেছিলেন সেই ছবিটি ও বাণিজ্যিক ভাবে খুব সফল হয়। এই ছবিটির প্রতিও দর্শকদের প্রবল উৎসাহ ও আগ্রহ রয়েছে। দেখা যাক এই ছবিটি দর্শকদের পছন্দ হয় কিনা। এই ছবিটির শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
Subscribe
Login
0 Comments