সম্প্রতি কলকাতার এক অভিজাত হোটেলে হয়ে গেল ‘স্লিপকার্ট’ এর লঞ্চ পার্টি।

উপস্থিত ছিলেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জী, সায়ন্তনি গুহঠাকুরতা, রাজদীপ চ্যাটার্জী সহ একঝাঁক টলি তারকারা।

স্লিপকার্ট একটি গার্মেন্টস ব্র্যান্ড, মূলত নাইট-স্লিপ-লাউঞ্জ ওয়ার অনলাইন ডেলিভারি কোম্পানি।

‘ও লাভলি, এবার ঘুম হবে’ এই ট্যাগলাইনে এই ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা মিলছে খরাজ মুখার্জী, সুদীপা বসু, ভাস্বর চ্যাটার্জীদের।