আদি সাইকুমার অভিনীত তেলেগু ছবি ‘অপারেশন গোল্ডফিশ’ এর ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবিটি পরিচালনা করছেন আদিভি সাইকুমার। এই ছবিটি প্রযোজনা করেছেন প্রতিভা আদিভি,কাট্টা আশিষ রেড্ডি,কেশব উমা।এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদি সাইকুমার,আবুরি রবি,সাসা ছেত্রী, কার্তিক রাজু,পার্বাতিসাম,নিত্যা। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন শ্রীচরণ পাকালা। এই ছবিটি আগামী ১৮ই অক্টোবর মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments