সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এবং রণবীর সিংহ দীপিকা পাডুকোন এবং শাহিদ কাপুর অভিনীত ‘পদ্মাবত’ ছবিটি দেশে ও বিদেশে বহু পুরস্কারে পুরস্কৃত হয়। এই ছবিটিতে অভিনয়ের জন্য রনবীর সিংহ অসংখ্য সেরা অভিনেতার পুরস্কার জেতেন। ৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এ ‘পদ্মাবত’ ছবি তিনটি জাতীয় পুরস্কার বিজয়ী হয়। সেরা সংগীত পরিচালনার জন্য এই ছবির পরিচালক তথা সঙ্গীত পরিচালক সঞ্জয় লীলা বানসালি পুরস্কার জেতেন। এই ছবিটির ‘বিতে দিল’গানটির জন্য সেরা পুরুষ গায়কের জাতীয় পুরস্কার জেতেন অরিজিৎ সিং। এই ছবিটিতে ‘ঘুমার’ এর জন্য সেরা কোরিওগ্রাফির পুরস্কার জেতেন ক্রুতি মহেশ মিদ্যা এবং জ্যোতি ডি তোমার।
Subscribe
Login
0 Comments