‘পানিপথ’ ছবিটি কি অর্জুন কাপুর এর ডুবন্ত কেরিয়ারকে বাঁচাতে পারবে?’পানিপথের তৃতীয় যুদ্ধ’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবিটি। দীর্ঘ তিন বছর পর পরিচালক আশুতোষ গোয়ারিকার এই ছবিটি নির্মাণ করেন। এই ছবিটির ট্রেলার ইতিমধ্যে ১৮ মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন কাপুর, কৃতি স্যানন, পদ্মিনী কোলাপুরি, কুনাল কাপুর সুহাসিনী মুলে, রবীন্দ্র মহাজনী। এই ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে স্পেশল অ্যাপিয়ারান্স করতে দেখা যাবে জিনাত আমান কে এবং তার সাথে সাহিল সালাঠিয়া, কাশ্মীর মহাজনী অভিষেক নিগাম, নবাব শাহ। এই ছবিটি চিত্রনাট্যের গল্প লিখেছেন চন্দ্র শেখর ধাওয়ালিকার,রঞ্জিত বাহাদুর, আদিত্য রাওয়াল এবং অভিষেক গোয়ারিকর। এই ছবিটির গীত রচনা করেছেন জাভেদ আখতার এবং সঙ্গীত পরিচালনা করেছেন অজয় -অতুল। অর্জুন কাপুরের ক্যারিয়ারটা খুব একটা ভালো অবস্থায় নেই এখন তার আগের বেশ কয়েকটি ছবি বাণিজ্যিকভাবে সফল হয়নি এবং যে ধরনের চরিত্রে অভিনয় করেছেন তাতে করে তিনি তাঁর সমসাময়িক অভিনেতাদের থেকে অনেকটা পিছিয়ে পড়েছেন। তার সাথে অভিনয় শুরু করা তার থেকে অনেক এগিয়ে গেছে ক্যারিয়ারের দিক থেকে এবং অভিনয় দক্ষতার দিক থেকে। অর্জুন কাপুরের এই নিম্নগামী ক্যারিয়ারের পেছনে তার ছবি নির্বাচনের অন্যতম কারণ। আগামী ৬ই ডিসেম্বর মুক্তি পাচ্ছে আশুতোষ গোয়ারিকের পরিচালিত এবং অর্জুন কাপুর অভিনীত পানিপথ ছবিটি। দেখা যাক এই ছবিটির মধ্যে দিয়ে অর্জুন কাপুর নিজের জায়গা দখল করতে পারি কিনা? ছবিটির ট্রেলার দেখে অর্জুন কাপুরকে বেশ প্রমিসিং বলে মনে হয়। ছবিটি মুক্তি পাওয়ার পরই বোঝা যাবে অর্জুনের কারিয়ার কোন দিকে এগোয়।
Subscribe
Login
0 Comments