পরমব্রত চ্যাটার্জী অভিনীত ‘সত্যান্বেষী ব্যোমকেশ’ ছবিটির ট্রেলার ইউটিউবে এক লক্ষ ভিউজ অতিক্রম করেছে। এই ছবিটি বিখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মগ্ন মৈনাক উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। এই ছবিটির গল্প চিত্রনাট্য লিখেছেন বর্ষিয়ান পরিচালক অঞ্জন দত্ত। এই ছবিটিতে প্রথমবার ব্যোমকেশ এর চরিত্রে অভিনয় করবেন বিখ্যাত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এই ছবিটির মধ্যে দিয়ে অজিতের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এই ছবিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী, সুপ্রভাত দাস, আয়োশি তালুকদার, মধুরিমা বসাক, অঞ্জন দত্ত, সৌমেন্দ্র ভট্টাচার্য্য, ত্রিবিক্রম ঘোষ, অর্ঘ্য রায়, অভিজিৎ সাহা, সুমন্ত মুখার্জী, কুনাল ব্যানার্জি, সুব্রত গাঙ্গুলী, অনন্যা গুহ, দীপক দাস, পান্নালাল ঘোষ। এই ছবিটি প্রযোজনা করেছেন গ্রীন টাচ এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং আর টি নেটওয়ার্ক সলিউশন প্রাইভেট লিমিটেড। এই ছবিটি নিবেদন করছেন শ্যামসুন্দর দে এবং তনময় ব্যানার্জি। এই ছবিটি পরিচালনা করছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন নীল দত্ত। এই ছবিটির গান রচনা করেছেন শ্রীজাত।
Subscribe
Login
0 Comments