অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় কে পুনরায় ব্যোমকেশ রূপে ‘দুর্গ রহস্য’ ছবিতে দেখা যাবে। দুর্গ রহস্য ছবিটি আগামী বছর পুজোয় মুক্তি পাবে। এই ছবিটি প্রযোজনা করবেন গ্রীন টাচ এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের কর্ণধার শ্যামসুন্দর দে এবং আর্টি নেটওয়ার্ক সলিউশন এর কর্ণধার তনময় ব্যানার্জি। এ বছর পুজোয় প্রথমবার ব্যোমকেশ রূপে আত্মপ্রকাশ করেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাকে দর্শকেরা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন। ব্যোমকেশ রূপে পরমব্রত চট্টোপাধ্যায় এর প্রশংসা করেছেন সমালোচকরাও। ‘মগ্ন মৈনাক’ উপন্যাস অবলম্বনে এবছর নির্মিত হয় সত্যান্বেষী ব্যোমকেশ। এই ছবিতে অজিত রূপে প্রথমবার অভিনয় করেন রুদ্রনীল ঘোষ যার অভিনয় দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী বছর পুজোয় দুর্গরহস্য মধ্যে দিয়ে পুনরায় আমরা ব্যোমকেশ অজিত জুটি হিসেবে পরমব্রত এবং রুদ্রনীল কে দেখতে পাবো। আগামী বছর পুজোয় আমরা দুর্গ রহস্য কাহিনী অবলম্বনে পুনরায় ব্যোমকেশকে রুপোলি পর্দায় দেখতে পাবো।
Subscribe
Login
0 Comments