দমদম এলাকার কয়েকজন বন্ধুরা মিলেই শুরু করে ফেলেছে একটা দারুন উদ্যোগ পরশমনি
– এই মর্মান্তিক কোভিড পরিস্থিতিতে যখন আমরা সবাই ঘরবন্দি ঠিক তখনই দমদম এলাকার কিছু যুবকরা নিজেরা উদ্যোগ নিয়ে নেমে পড়ল সাধারণ গরীব দুঃস্থ মানুষের সাহায্য করার লক্ষে।
সাধারণত দমদম পার্ক, দমদম স্টেশন, গোরাবাজার, নাগেরবাজার সহ দমদম এলাকার বহু জায়গায় এই পরশমনির সদস্যরা কাজ করছে।