পরিণীতি চোপড়া অভিনীত অলিম্পিয়ান ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেওয়াল এর বায়োপিক এর শুটিং আগামী ১১ই অক্টোবর থেকে মুম্বাইয়ে শুরু করতে চলেছেন। এই বায়োপিকে অভিনয় করার জন্য পরিনিতি গত ছয় মাস ধরে বিখ্যাত ব্যাডমিন্টন কোচ ঈশান নাকভির এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছেন। এই ছবিটি প্রথম দিনের শুটিং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শিবিরে হবে। পরিনীতি প্রত্যেকদিন নিয়ম করে দু’ঘণ্টা ব্যাডমিন্টনের প্রশিক্ষণ নিচ্ছেন এবং তার সঙ্গে প্রতিদিন জিম এবং যোগব্যায়াম করছেন। ১৯৯৮ সালে সাইনা নেওয়াল সৈয়দ মোদী ব্যাডমিন্টন একাডেমির থানে কোর্টের যেখানে প্রশিক্ষণ নিতেন ঠিক একই জায়গায় পরিণীতি প্রশিক্ষণ নিচ্ছেন। পরিনীতি ভারতের বিখ্যাত সব ব্যাডমিন্টন কোচদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছেন। এই ছবিটির পরিচালনা করেছেন আমোল গুপ্তে। এই ছবিটি প্রযোজনা করছেন টি-সিরিজ এর কর্ণধার ভুষণ কুমার।
Subscribe
Login
0 Comments