অভিনেত্রী পূজা ব্যানার্জি ‘পাপ’ নামক বাংলা ওয়েব সিরিজে অভিনয় করবেন। এই বৃষ্টির মধ্যে দিয়ে পূজা ব্যানার্জি ওয়েব সিরিজে জগতে ডেবিউ করছেন। এই ওয়েব সিরিজটি নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী এবং খুবই উৎসাহী। এই ওয়েব সিরিজ টিতে তিনি পাবনী নামে একটি মেয়ের চরিত্রে অভিনয় করছেন। পাবনি এমনই একটি চরিত্র যে কিনা তার ছোটবেলা থেকেই বিভিন্ন পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছে। সে একজন স্বনির্ভর ,স্বাধীনচেতা নারী যে তার পরিবারের মধ্যে লুকিয়ে থাকা বহু ঘৃণা, নির্যাতনের প্রতিনিয়ত সাক্ষী থাকে। ২০০ বছরের পুরনো পারিবারিক দুর্গাপুজোর প্রেক্ষাপটে তৈরি হয়েছে হয়েছে হইচই অরিজিনালসের ‘পাপ’নামক ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজটি দুর্গাপূজার সময় হইচই অ্যাপ এ স্ট্রিমিং হবে।
Subscribe
Login
0 Comments