সামনেই পুজো । আজ প্রথমা । পুজোর কটা দিন আমরা নতুন জামা,খাওয়াদাওয়া , ঘোরাঘুরি নিয়ে ব্যাস্ত থাকি খুব।আর সঙ্গে থাকে পুজোর নতুন ছবি,নতুন গান। বাংলা ও হিন্দি ছায়াছবির গান বেশ বহুদিন হলো আমরা শুনছি প্রতি পুজোয়। বহুদিন হল সেই পুজোয় নতুন এলবাম এর গান বেরোনো , বা তার গান বাজা বন্ধ হয়ে গিয়েছিল।তাই এইধরণের ইন্ডিপেন্ডেন্ট গান তৈরি হওয়াও বন্ধ হয়েছিল, বা তৈরি হলেও তা তেমন বাজত না।
কিন্তু ইউ টিউব একটা নতুন দিশা দিলো, অনেক উঠতি শিল্পী কে নিজের মত করে তাদের প্রতিভা কে সবার সামনে মেলে ধরতে। এবং সেই সমস্ত গান রীতিমত জনপ্রিয় হয়ে উঠেছে বাঙালিদের মধ্যে।
এমনই একটি পুজোর গান “মা দুগ্গা এলো রে” আজ কিছুমুহূর্ত আগেই মুক্তি পেল স্নেহা ভট্টাচার্যের ইউ টিউব চ্যানেলে। হ্যাঁ,ঠিকই ধরেছেন ‘সা রে গা মা পা’ র অন্যতম জনপ্রিয় একজন প্রতিযোগিনী ছিলেন তিনি।চারিদিকে এখন পুজো পুজো রব। তাই একের পর এক পুজোর গান মুক্তি পাচ্ছে । মা দুর্গার আগমন বার্তা নিয়েই গানটি তৈরি হয়েছে। গানটির লিরিক্স সুসেন ভট্টাচার্যের । ভিডিওটি তে স্নেহা ভট্টাচার্যকে শুধুমাত্র গান গাইতেই শোনা যায়নি। বরং লাল শাড়িতে,ধুনুচি হাতে একজন পরিপূর্ণ বাঙালি নারী হিসেবে দেখা গেছে। গানের সঙ্গেএকটা অসাধারণ পারফরমেন্সও তিনি উপহার দিয়েছেন তাঁর অনুরাগীদের । গানে গানে মায়ের আগমনের বার্তা দেওয়া হয়েছে, এবং পর পর পুজোর দিন গুলোয় বাঙালিরা কিভাবে আনন্দে মাতে আর শেষে বিজয়াতে সবার মন খারাপ এই সব টা নিয়ে গানটি তৈরি হয়েছে।
স্নেহা ভট্টাচার্যের সুন্দর গায়কী এবং অসাধারণ পারফরমেন্স মিউসিক ভিডিওটিকে অন্যমাত্রা দিয়েছে। তাঁর এই নতুন গানের জন্য রইল অনেক শুভেচ্ছা।