পরিচালক অরূপ সেনগুপ্তের স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘চারেক্কে প্যাঁচ’এর অফিশিয়াল পোস্টার আজ মুক্তি পেয়েছে

মুক্তি পেল পরিচালক অরূপ সেনগুপ্তের আগামী স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘চারেক্কে প্যাঁচ’ এর অফিশিয়াল পোস্টার। ‘A কে Ray’, ‘আনএথিক্যাল’ এর পর পরিচালক অরূপ সেনগুপ্তের আগামী স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘চারেক্কে প্যাঁচ’। বরাবরই পোস্টার নির্বাচনের ক্ষেত্রে পরিচালক অরুপ সেনগুপ্ত সৃজনশীলতা এবং মৌলিকত্বের অভিনব মেলবন্ধন রেখে যান। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। ‘চারেক্কে প্যাঁচ’ ছবিটি হাস্যকৌতুক এবং হাস্যরসে পরিপূর্ণ। এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি নিয়ে পরিচালক খুবই উৎসাহী।


পরিচালক অরূপ সেনগুপ্তের প্রত্যেকটি স্বল্প দৈর্ঘ্যের ছবির নামের মধ্যেই একটা অভিনবত্ব থাকে। এই স্বল্প দৈর্ঘ্যের ছবির নাম এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।
এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি বর্তমান সময়ের গল্প। এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি দেখে আপনারা প্রানখুলে হাসতে পারবেন।


চার কলেজের বন্ধু এবং তাদের প্রিন্সিপাল কে নিয়ে তৈরি হয়েছে এই ছবিটির মূল গল্প। তাদের মধ্যে স্নেহ, ভালোবাসা, আবেগ, খুনসুটি, শাসন সবকিছুই এই ছবিটির মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন আর তার সঙ্গে রয়েছে পরোতে পরোতে হাস্যরসের স্নিগ্ধ ছোঁয়া। এই ছবিটির গল্পে রয়েছে একটি দারুন টুইস্ট। সেটি দেখে আপনারা হাসি চেপে রাখতে পারবেন না।


এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটির ক্যামেরার দায়িত্ব সামলেছেন রতন মন্ডল এবং প্রোডাকশন ডিজাইন করেছেন সৌভিক পাল
এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটির সংগীত এবং আবহসংগীত পরিচালনা করেছেন অরিন


এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অসীম রায় চৌধুরী, দেবমাল্য গুপ্ত, ইশিকা রায়, রাজ্জাক হোসেন এবং প্রিয়াংকা সরকার।
এই ছবিটির কাহিনী এবং চিত্রনাট্য রচনা করেছেন বোধিসত্ত্ব মজুমদার
এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটির প্রযোজনা করেছেন নিখিল আগরওয়াল

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x