‘ডিএমপি ওরিজিনালস’ এর নতুন ইন্ডিপেন্ডেন্ট গোয়েন্দা ওয়েব সিরিজ ‘দাবাড়ু’ আসছে সেপ্টেম্বরে সেটা তো আমরা আগেই জানিয়েছি। সিরিজের ট্রেলারও রিলিজ করেছে গত সপ্তাহে। ‘টিবিএইচ বাংলা’র পক্ষ থেকে ট্রেলারের রিভিউ গতকাল প্রকাশ করা হয়।

এই প্রসঙ্গেই জানিয়ে রাখি গতকাল ছিল এই সিরিজের পরিচালক পৃথ্বীশ দাশগুপ্তের জন্মদিন, আর আজই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানান সকলের শুভেচ্ছাবার্তা পেয়ে তিনি আপ্লুত এবং রিটার্ন গিফট দিতে চান।

রিটার্ন গিফট কি? এ সিরিজের টাইটেল ট্র্যাকটি গেয়েছেন টলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়ক তিমির বিশ্বাস। এই গানের কিছুটা ঝলক ইতিমধ্যে সিরিজের ট্রেলারে পাওয়া গেছে। এবারে পুরো গানের ভিডিওটি রিলিজ করবে আজ সন্ধ্যেবেলা ‘ডিএমপি ওরিজিনালস’ এর ইউটিউব চ্যানেলে। আর এটাই হল পরিচালকের রিটার্ন গিফট।

গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রাজদীপ দাসগুপ্ত, মিউজিক এ্যারেঞ্জ ও মিক্স-মাস্টারিং করছেন সানি কর্মকার, লিখেছেন সোহম মজুমদার। প্রসঙ্গত সিরিজটিতে অভিনয় করছেন সুজয়নীল বন্দ্যোপাধ্যায়, যুধাজীৎ সরকার, সন্দীপন দাস, শুভব্রত নন্দী, রূপম ভট্টাচার্য্য, রৌনক ভট্টাচার্য্য, রাজেশ সেন, সৌরভ সরকার প্রমুখরা।

চারটি পর্বের ওয়েব ধারাবাহিকটির প্রথম পর্ব মুক্তি পাচ্ছে ১০ই সেপ্টেম্বর ‘ডিএমপি ওরিজিনালস’ এর ইউটিউব চ্যানেলে। তবে তার আগে সিরিজটির অসাধারণ টাইটেল ট্রাকটি শুনে নিন আজ সন্ধ্যেতে। পাশে থাকুন ইন্ডিপেন্ডেন্ট কাজের, পাশে আছি আমরাও।
