পরিচালক যশিয় পরিচালিত’পরিনজু মারিয়াম জোস’ছবিটি মুক্তি পাবে ২৩ শে আগস্ট। এই ছবিটিতে অভিনয় করছেন জজু জর্জ, নীলা উষা এবং চেম্বান বিনোদ। এই ছবিটিতে জুজু জুজু পরিনজু চরিত্রটিতে, নীলা মারিয়াম এর চরিত্রে এবং চেম্বার জোস চরিত্রে অভিনয় করবেন। এই ছবিটি অন্য সব কটি ছবি থেকে আলাদা হতে চলেছে। এই ছবিটির ট্রেলার ইতিমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে তাই আশা করা যাচ্ছে ছবিটি বিপুল পরিমাণ দর্শকরা দেখবে। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন অভিলাষ.এন. চন্দ্রন। ছবিটির সংগীত পরিচালনা করেছেন জেকস বিজয়।
Subscribe
Login
0 Comments