খাদ্য রসিক বাঙালির প্রায় সব খাবারই পছন্দের। পোস্ত, মাছের ঝোল, রসগোল্লা তো খাওয়া হয়েছে এবার অল টাইম ফেভারিট বিরিয়ানি হবে নাকি? আসলে পরিচালক অর্জুন দত্ত নিয়ে আসছেন তাঁর নতুন ছবি ‘বিরিয়ানি’।

সম্প্রতি হয়ে গেল তার ডাবিং সেশন। চলছে বাকি পোস্ট-প্রডাকশনের কাজ। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম। এছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে রূপসা চ্যাটার্জী, দেবলিনা কুমার, শোয়েব কবীর ও অন্যান্যদের।

ছবির চিত্রগ্রাহক সুপ্রতিম ভল। ছবিটির নিবেদনে আকাঙ্ক্ষা মাঙ্গলানি ও প্রিতম চ্যাটার্জী। কেফি মিডিয়া ও এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এবং এডভার্ড মুভিসের সহ-প্রযোজনায় ‘বিরিয়ানি’ বড় পর্দায় সার্ভ হবে খুব তাড়াতাড়ি।