প্রতীক বব্বর অভিনীত ‘ইয়ারাম’ ছবিটি ১৮ ই অক্টোবর মুক্তি পাবে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রতীক বব্বর, ইশিতা রাজ এবং সিদ্ধান্ত কাপুর। এই ছবিটি পরিচালনা করেছেন অভাইস খান। এই ছবিটি প্রযোজনা করেছেন বিজয় মাল চন্দানী। এই ছবিটির সহ-প্রযোজক করেছেন দীপক মাল চন্দানী এবং করণ মালচন্দানি । এই ছবিটির গল্প লিখেছেন বিজয় মালচন্দানী। এই ছবিটির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন আবির সেনগুপ্ত এবং অনুশ্রী মেহোতা। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি, রোচাক কোহলি, সোহিল সেন, নাঈম আশ্রফ এবং সাব্বির আহমেদ। এই ছবিটির গান রচনা করেছেন কুমার এবং ধীরাজ কুমার।
Subscribe
Login
0 Comments