প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং পরিনীতি চোপড়া ‘ফ্রোজেন টু’ ছবিটিতে গলার স্বর দেবেন। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এই ছবিতে এলসার চরিত্রে গলার স্বর দেবেন। পরিনীতি চোপড়া এই ছবিতে অ্যানার চরিত্রে গলার স্বর দেবেন। এই ছবিতে ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু চারটি ভাষায় মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments