সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘গুমনামী’ ছবিটির টিজার আজ স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেল

সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘গুমনামী’ ছবিটির টিজার আজ স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেল। এই ছবিটির পরিচালক জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এই ছবিটির জন্য বেশ কয়েকজন মানুষদের বিশেষ ভাবে ধন্যবাদ দেওয়া উচিত। এই ছবিটির জন্য সর্বপ্রথমে কুর্নিশ জানাই আমাদের টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার তথা অভিভাবক শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তিনি প্রত্যেকটি ছবির মধ্যে দিয়ে নিজের শিল্পীসত্তাকে প্রতিনিয়ত যে চ্যালেঞ্জ ও পারফেকশন এর জায়গায় নিয়ে যাচ্ছেন তাকে কুর্নিশ জানানো ছাড়া আর কোন শব্দ নেই। এই ছবিটির জন্য তাকে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন লুকে অভিনয় করতে হয়েছে। প্রত্যেকটি লুকের প্রস্থেটিক মেকাপ এর জন্য তাকে প্রায় দু’ঘণ্টা ধরে মেকআপ করতে হতো এবং দু’ঘণ্টা ধরে মেকআপ তুলতে হতো। এই প্রত্যেকদিন এই রোজনামচা করতে করতে তিনি মাঝেমধ্যে সেটে অসুস্থ হয়ে পড়তেন। তবুও তিনি হাল ছাড়েননি এবং অসাধারণ একনিষ্ঠতা সঙ্গে ছবিটির কাজ শেষ করেছেন। এবার আসি মেকআপ এবং প্রস্থেটিক এর দায়িত্বে থাকা সোমনাথ কুন্ডুর কথায়। শ্রীজিৎ মুখার্জী পরিচালিত এক যে ছিল রাজা ছবিতেও প্রস্থেটিক মেকাপ এর দায়িত্বে তিনি ছিলেন এবং এই ছবিটিতে যীশু সেনগুপ্ত কে তুমি যে ধরনের লোক এ মানুষের সামনে উপস্থাপন করেন তা প্রত্যেকে প্রশংসা করেন। এই ছবিটিতে তিনি আরও একধাপ এগিয়ে যে ধরনের কাজ করেছেন তা হলিউডের চেয়ে কোনো অংশে কম নয়। আবহ সংগীত ও সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত যিনি তাঁর কেদারা ছবির জন্য ৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ জুরি অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হন। টিজারে যতটুকু আবহসংগীত শুনতে পাওয়া যায় তা পুরো ব্যাপারটি সঙ্গে একেবারে সামঞ্জস্যপূর্ণ এবং সঙ্গত ছিল। এরপর আসে বিএফ এর দায়িত্বে থাকা সৌমিক হালদারের কথা। প্রতিটি প্রেমকে তিনি যেভাবে এই ছবিটিতে দেখিয়েছেন এবং যতটুকু টিজের আমরা দেখতে পেয়েছি তাই তাকেও বিশেষভাবে ধন্যবাদ জানানো উচিত। প্রত্যেকটি ছবিতে তিনি যে ধরনের ক্যামেরার কাজ করে থাকেন তা নিয়ে যথেষ্ট প্রশংসার দাবি রাখেন। এই ছবিটিতে যে ধরনের লাইটিং এর ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি প্রত্যেকটি দৃশ্যের সঙ্গে একেবারে যথোপযুক্ত এবং আনুষঙ্গিক বলেই মনে হয়েছে। এরপর আসা যাক পরিচালক-চিত্রনাট্যকার সৃজিৎ মুখার্জীর কথায়। সৃজিতের প্রত্যেকটি ছবিতে যে ধরনের গবেষণামূলক কাজ করেন তার তথ্য যেমন আমরা এক যে ছিল রাজা সে পেয়েছিলাম ঠিক তেমনই এই ছবিতেও তিনি বেশ কয়েক মাস ধরে নিরলস গবেষণা করার পর এই ছবিটির চিত্রনাট্য ও সংলাপ নির্মাণ করেন। ‘গুমনামী’ ছবিটি এ বছর পুজোর মুক্তি পাবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x