অভিনেত্রী পূজারিণী ঘোষ এর পরবর্তী বাংলা ছবির নাম ‘কালো বউ’। এই ছবিটি পরিচালনা করবেন কৌশিক কর এই ছবিটিতে পূজারিণীর চরিত্র কে মাল্টিপল শেডে দেখা যাবে। এই ছবিটির শুটিং দুর্গাপুজোর পর থেকে শুরু হবে। কলকাতা এবং গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে মুর্শিদাবাদ জেলায় এই ছবিটির শুটিং হবে। পূজারিণী তার বলিউডি ছবির জন্য যে ধরনের অ্যাকশন সিকোয়েন্স এ একশন করার দরকার ছিল তার জন্য প্রতিনিয়ত হেভি ওয়েট ট্রেনিং এবং জিম করেছেন। বর্তমানে তিনি প্রতিনিয়ত হেভি ওয়েট ট্রেনিং এবং জিমের উপর অনেক সময় দিচ্ছেন।
Subscribe
Login
0 Comments