জন্মদিনের রিটার্ন গিফট হিসেবে “রাবণ” ছবির টিজারে সুপারস্টার জিৎ, নতুন লুকে অবাক করলেন দর্শকদের

জন্মদিনের রিটার্ন গিফট, সুপারস্টার জিৎ তাঁর আগামী ছবি “রাবণ”(RAAVAN)এর টিজারে তাঁর লুক দর্শকদের অবাক করে তুলবে…

আজ সুপারস্টার জিৎ এর জন্মদিন। তাঁর জন্মদিনে অগণিত ফ্যান এবং অনুগামীরা তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে। সুপারস্টার জিৎ তাঁর ফ্যান, দর্শক, অনুগামীদের রিটার্ন গিফট হিসেবে তাঁর পরবর্তী ছবি “রাবণ”(RAAVAN)র টিজার নিয়ে এসেছেন।
“রাবণ” (RAAVAN) ছবির টিজারে সুপারস্টার জিৎ এর রাগি ডেয়ারডেভিল লুক সকলের মন জয় করে নেবে। এই ছোট্ট টিজার টিতে জিৎ এর অ্যাপিয়ারেন্স, তার লুক সব মিলিয়ে এই ছবিটি দর্শকদের কাছে অসাধারণ রহস্যের সৃষ্টি করেছে। দর্শকেরা সুপারস্টার জিৎ এর এই রাফ অ্যান্ড টাফ নতুন ধরনের লুক দেখে মোহিত হবেননি। এই ছবিটিতে তার লুক সত্যিই অসাধারণ হয়েছে।

“রাবণ” (RAAVAN) ছবিটি পরিচালনা করেছেন এম. এন. রাজ। তিনি এর আগে পরিচালক সুজিত মন্ডল এবং পরিচালক রাজা চন্দের সহকারি পরিচালক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।

“রাবণ” (RAAVAN) ছবিতে একটি মৌলিক গল্পের উপর নির্মিত। এই ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অর্ণব এবং অনুভব। এই ছবিটির গল্প এবং চিত্রনাট্য লিখেছেন এম.এন. রাজ।

“রাবণ” (RAAVAN) ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার জিৎ, তনুশ্রী চক্রবর্তী, নবাগতা লহমা ভট্টাচার্য্য (বিশিষ্ট সাংবাদিক এবং আনন্দবাজার পত্রিকার প্রাক্তন ক্রীড়া সম্পাদক গৌতম ভট্টাচার্য্যের কন্যা), বিশ্বনাথ বসু।

“রাবণ” (RAAVAN) ছবিতে তনুশ্রী চক্রবর্তী একজন সিনিয়র পুলিশ অফিসার এবং বিশ্বনাথ বসু একজন জুনিয়র পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন।

“রাবণ” (RAAVAN) ছবিটি প্রযোজনা করেছেন “জিৎস্ ফিল্ম ওয়ার্কস”(Jeetz Filmworks) এর কর্ণধার জিৎ, গোপাল মাদনানি, অমিত জুমরানি।
JEET Jeetz Filmworks Pvt. Ltd. Tnusree C Gopal Madnani Amit Jumrani Grassroot Entertainment Pvt.ltd MN Raj Lahoma Bhattacharya #Raavan #TeaserReview #RaavanTeaserReleased JEET Lovers Jeet lovers kaliyaganj JEET National Fan Club Jeet Lovers Jeet Lovers Jeet Fan Club SaltLake Jeet fan club 24 ghanta JEET FAN CLUB SALTLAKE Jeet Fan Club JeeT FaN’s CluB India ☑️ Jeet fan club JEE

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x