ম্যাজিকের পর ফের একসাথে জুটি বেঁধেছেন অঙ্কুশ-রাজা জুটি।ম্যাজিক এরপর অভিনেতা অঙ্কুশ এবং পরিচালক রাজা চন্দ একসাথে ফের একবার কাজ করবেন। রাজা চন্দরএই ছবিটি মূলত অ্যাকশন-থ্রিলারধর্মী হতে চলেছে।এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন অঙ্কুশ হাজরা,প্রিয়াঙ্কা সরকার এবং টোটা রায়চৌধুরী। এই ছবিতে টোটা রায়চৌধুরীর ভিলেনের চরিত্রে অভিনয় করার কথা শোনা যাচ্ছে। এই ছবিতে কোন এক নবাগত অভিনেত্রী কে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে। ফের একবার অ্যাকশন-থ্রিলার এ রাজা চন্দ কে পরিচালনা করতে দেখতে পাবেন দর্শকরা। এই ছবিতে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাবেন দর্শকেরা। টোটা রায়চৌধুরী এই ছবিতে যদি ভিলেনের চরিত্রে অভিনয় করেন তাহলে দর্শকরা তা দেখার জন্য মুখিয়ে থাকবেন কারণ তিনি শারীরিকভাবে যথেষ্ট ফিট এবং প্রতিনিয়ত জিম এবং যোগব্যায়াম করে থাকেন। অঙ্কুশ কে রুপোলি পর্দায় টক্কর দেবেন টোটা।
অঙ্কুশ এবং টোটা রায়চৌধুরী রাজা চন্দ’র অ্যাকশন-থ্রিলার ছবিতে অভিনয় করছেন
