রণবীর কাপুর তার পরবর্তী ছবি ব্রম্ভাস্ত্র এর ভি.এফ.এক্স নিয়ে খুব মনোযোগ দিয়ে জড়িয়ে রয়েছেন। রণবীরের শেষ ছবি সঞ্জু বক্স অফিসে ব্লকবাস্টার হিসেবে ঘোষিত হয়। রণবীরের এই ছবির ব্রম্ভাস্ত্র একটি সুপার হিরো ফ্যান্টাসি ছবি। এই ছবিতে রণবীর একজন সুপারহিরো চরিত্রে অভিনয় করবেন। এই ছবিটির বিএফ এক্স এর জন্য ২০১৮ সালে অস্কার পুরস্কার জয়ী ব্লেড রানার ২০৪৯ এর সেই টিমটিকে কে নিয়ে আসা হয়েছে। ভারতের একটি ভিএফএক্স টিমের সঙ্গে এরা যৌথভাবে এই ছবিটির ভিএফএক্স এবং গ্রাফিক্সের কাজ করবেন। রণবীর নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে এই পুরো ব্যাপারটি সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। এই ছবিতে তার সঙ্গে আলিয়া ভট্ট অমিতাভ বচ্চন ডিম্পল কাপাডিয়া নাগার্জুনা আক্কিনেনি এবং মৌনি রায় কে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। ছবিটির সংগীত পরিচালনা করেছেন প্রীতম চক্রবর্তী। এই ছবিটি সামনের বছর মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments