পরিচালক সঞ্জয় লীলা ভানসালি কে কে না চেনে। তিনি তার প্রত্যেকটি ছবির মধ্যে দিয়ে তার দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা সৃষ্টি করেছেন এবং বক্স অফিসে তিনি একের পর এক ব্লকবাস্টার দিয়ে গেছেন। সঞ্জয় লীলা বনসালির শেষ ছবি ‘পদ্মাবত’ সমালোচকদের মন বিপুলভাবে জয় করে এবং দর্শকেরা এই ছবিটিতে যে পরিমান ভালোবাসা দেয় তাতেই ছবিটি ব্লকবাস্টার হয়। এবার সঞ্জয় লীলা বানসালি প্রযোজকের ভূমিকায়। বিখ্যাত অভিনেতা রণদীপ হুডা এবং ‘মুক্কাবাজ’ খ্যাত অভিনেত্রী জোয়া হোসেন একটি মিস্ট্রি থ্রিলার ছবিতে অভিনয় করবেন। এই ছবিটির প্রযোজনা করবেন সঞ্জয় লীলা বানসালি। এই ছবিটির পরিচালনা করবেন বালবিন্দর সিং জাঞ্জুয়া। বেশ কিছুদিন পর সঞ্জয় লীলা বনশালি তার পরবর্তী ছবি ইনশাআল্লাহ শুটিং শুরু করবেন। এই ছবিতে সুপারস্টার সালমান খান এর সঙ্গে তিনি দীর্ঘ ১২ বছর পর কাজ করবেন। এই ছবিতে সালমান খানের বিপরীতে আলিয়া ভট্ট কে দেখা যাবে। তবে আর একজন নায়িকা এই ছবিতে দেখা যাবে। ‘ইনশাআল্লাহ’ ছবিটির শুটিং আগস্ট মাসের শেষ দিক থেকেই শুরু হয়ে যাবে।
Subscribe
Login
0 Comments