Rapap’s combination with the popular folk song “River-filled waves”.

সম্প্রতি বিখ্যাত লোক সঙ্গীত “নদী ভরা ঢেউ ” গানটির সঙ্গে র‍্যাপ এর ফিউশন এ একটি নতুন গান প্রকাশিত হল “amara muzik” ইউটিউব চ্যানেলে। “নদী ভরা ঢেউ” গানটি আমরা বিভিন্ন সময় , বিভিন্ন শিল্পীর কণ্ঠে,বিভিন্ন ভাবে শুনেছি । কিন্তু এবারে একেবারে অভিনবভাবে এই গান টি পরিবেশন হল। গানটি গেয়েছেন তিমির বিশ্বাস এবং অপরদিকে র‍্যাপ ভোকালিস্ট হিসাবে দেখা গেছে ERP IYER কে। এই খানেই গানটির অভিনবত্ব ফুটে উঠেছে।
আমরা এ জীবনকে আর কতটা বুঝি????এই ভবসাগরে কিভাবে জীবন নামক এই তরী বাইব তা জানতে আমাদের সারাজীবন কেটে যায় । তবু বোধহয় বোঝা হয়ে ওঠে না জীবনের আসল অর্থ।
গানের ভেতরকার এই গভীরতম অর্থের সঙ্গে মানানসই EPR এর উর্দু সায়ারির মেলবন্ধন, গানটিকে একটি অন্যমাত্রা দিয়েছে। গানটির গল্পটি প্রথমে ভাবা হয়েছে তার ওপর ভিত্তি করেই গান নির্বাচন হয়েছে । এককথায় এটি একটি শর্ট মিউজিক্যাল ফিল্ম।
সায়ন গাঙ্গুলী এবং সৌম্য মুখপাধ্যায়ের পরিচালনায় ও আয়োজনে গানটি প্রকাশিত হওয়ার একদিনের মধ্যেই ৬ হাজার এর বেশি ভিউস পেয়েছে। আশা করা যাচ্ছে গানটি আরো অনেক সফল ভাবে এগিয়ে যাবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x