পরিচালক বিজয় চন্দ্রের পরবর্তী ছবি ‘সংগাতামিঝহান’এর শুটিং শেষ করলেন অভিনেত্রী রাশি খান্না। এই ছবিতে তার বিপরীতে বিজয় সেতুপতিকে দেখা যাবে। এছাড়া অন্যান্য চরিত্রে নিবেদিতা পেথুরাজ নাসির, শ্রীমন, সুরি, জন বিজয় প্রমূখ অভিনয় করেছেন। ছবিটির সংগীত পরিচালনা করেছেন বিবেক মার্ভিন।
Subscribe
Login
0 Comments