ডিয়ার কমরেড খ্যাত অভিনেত্রী রাশ্মিকা মান্দানা দক্ষিণ ভারতের সিনে প্রেমীদের প্রত্যেকের ঘরে ঘরে পরিচিত মুখ হয়েছেন এই ছবিটির মাধ্যমে। নেটিজেনদের ট্রোলের শিকার হলেন রশ্মিকা। ঘটনাটির সূত্রপাত অনুষ্কা শেট্টি যখন তার মায়ের জন্মদিনে তার মাকে তার মাতৃভাষায় শুভেচ্ছা জানান সে ক্ষেত্রে রেশমি কা আনুশকার মা কে ইংরেজিতে শুভেচ্ছা জানান। এরপর থেকেই নেটিজেনরা রশ্মিকাকে অনুষ্কার সঙ্গে তুলনা করে ট্রোল করতে থাকে। অনেকে লেখেন রাশ্মিকা নাকি তার নিজের মাতৃভাষায় কথা বলতে ভুলে গেছে, তার লজ্জা হচ্ছে তার মাতৃভাষায় কথা বলতে? তাকে অনেকে অশালীন ভাষাতেও আক্রমণ করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।
Subscribe
Login
0 Comments