গোপী পুত্রা্ন পরিচালিত এবং রানী মুখার্জি অভিনীত মারদানি ছবির সিক্যুয়েল ‘মারদানি টু’ মুক্তির দিন ঘোষিত হল। এই ছবিটি মুক্তি পাবে ১৩ ই ডিসেম্বর। এই ছবিটিতে আগের ছবির মতোই রানী মুখার্জি শিবানী শিবাজী রায়ের চরিত্রে অভিনয় করবেন। অন্যান্য চরিত্রে বিক্রম সিং চৌহান, শ্রুতি বাপনা, রাজেশ শর্মা, সুধাংশু পান্ডে অভিনয় করবেন। ছবিটির সংগীত পরিচালনা করবেন রচিতা আরোরা। ছবিটির এডিটিং করবেন ঋতেশ সোনি। এই ছবিটি প্রযোজনা করবেন আদিত্য চোপড়া।
Subscribe
Login
0 Comments